Systemadminbd Official
Tawhid, Peace, Justice
সিস্টেমএডমিনবিডির শুরুর কথাঃ
- ২০২৩ সালের কোন এক শীতের রাতে প্রথম পরিচয় হয় এমন কিছু প্রতিবাদী বাংলাদেশি তরুনের সাথে যারা এই দেশের সরকার,আইনশৃঙ্খলা বাহিনীর মিথ্যা মামলা, অত্যাচারের বিরুদ্ধে কোনো একটি প্লাটফর্ম খুঁজছিলেন। যার মাধ্যমে অত্যাচারীদের বড় বাধা না হতে পারলেও অন্তত যেন তাদেরকে কিছুটা দমিয়ে রাখতে পারেন প্রতিবাদ হিসেবে। অতঃপর কিছুদিন পর, Golden Eagle নামে এক ছদ্মবেশী হ্যাকারের নেতৃত্বে অফিশিয়ালি আত্মপ্রকাশ করে গ্রুপটি, যার নাম দেয়া হয় "সিস্টেম এডমিন বিডি"। এই গ্রুপের মূল কাজ ছিলো মূলত কম্পিউটার ভাইরাস, ম্যালওয়ার ও ক্রিপ্টোকারেন্সি নিয়ে। বিভিন্ন সরকারী ওয়েবসার্ভারে তাদের নিজস্ব ব্যাকডোর দিয়ে বড় বড় অফিসার, কোম্পানী ও নির্দিষ্ট প্রতিষ্ঠানের তথ্য সাংবাদিকদের এবং ক্ষেত্রবিশেষে জনসম্মুখে প্রকাশ করে সতর্কবার্তা দেওয়া এবং সময়ের ব্যাবধানে তারা অফলাইন স্পাই গ্রুপেরও একটি বিভাগ তৈরী করে। যারা ঢাকার কতিপয় দূর্নীতিবাজ পুলিশ, ট্রাফিক, আবাসিক হোটেলসহ বিভিন্ন জায়গায় অসামাজিক কাজের সঙ্গে জড়িত ব্যাক্তিদের তথ্য সংগ্রহ করে নিজেদের ডাটাবেজে সংরক্ষণ এবং তা ইলেক্ট্রনিক মিডিয়া ও উচ্চপর্যায়ের ব্যাক্তিদের কাছে সরবরাহ করতো।
গ্রুপটি প্রথম আন্তর্জাতিক মিডিয়ার নজরে আসে 'ওয়ার্লওয়াইড স্কট(কলগার্ল)' সাপ্লাইয়ারদের সিক্রেট নেটওয়ার্ক হ্যাক এবং তাদের পাবলিক ওয়েবসার্ভারে আক্রমনের পর, যেখান থেকে সর্বমোট ৮০০ জিবি ডাটাবেজ লিক হয়। যার ভিতর নোংরা মানসিকতার বিভিন্ন বাংলাদেশী রাজনৈতিক নেতা,ধনী,শিক্ষিত ও পাবলিক ফিগারদের অজানা তথ্য উঠে আসে।পরবর্তীতে সেই ডাটাবেজ বিশেষ কারণে ডার্কওয়েব ফোরাম থেকে মুছে ফেলা হয়।
এবং ২০২৪ সালে সর্বশেষ গ্রুপটি আলোচনায় আসে ভারতীয় মিডিয়া নেটওয়ার্ক 'জি মিডিয়া' হ্যাক করার পর। বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে কটাক্ষ করায় তারা এই সাইবার আক্রমন চালায়। এবং ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইট হ্যাক করে সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুলকে হুশিয়ারি বার্তা দেয়ার মাধ্যমে।
এই গ্রুপের মূল উদ্দেশ্য ও নীতিমালা:
- সিস্টেমএডমিনবিডি কোন প্রকার রাজনৈতিক দল সমর্থিত নয়। জাতীয়তাবাদকে তারা হারাম মনে করেন এবং সকল ক্ষমতা ও আইনের উৎস পবিত্র কুরআন বলে বিশ্বাস করে। ইন্টারনেটে যে বা যারা ইসলামের বিরুদ্ধে উস্কানীমূলক কথাবার্তা এবং সাধারণ মানুষকে ধর্মীয় উস্কানী দিয়ে ত্রাস সৃষ্টি করছে,দাঙ্গা এবং সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে যাচ্ছে তাদের বিরুদ্ধেই মূলত গ্রুপটির কার্যক্রম পরিচালিত হয়। পাশাপাশি দেশের সাইবার স্পেসকে বহির্বিশ্বের হ্যাকারদের থেকে মুক্ত রাখার জন্য কিংবা প্রয়োজনে পালটা জবাব দেয়ার জন্য তারা সদা প্রস্তুত।
সিস্টেমএডমিনবিডি কি অসাম্প্রদায়িকতার নীতিতে বিশ্বাসী?
- না। গ্রুপটি ইসলামের মৌলিক বিষয় সমূহে বিশ্বাসী এবং ইসলামকেই একমাত্র সঠিক দ্বীন হিসেবে গ্রহন করেছে। অসাম্প্রদায়িকতা নয়,বরং ধর্মীয় সহিষ্ণুতায় গ্রুপটি বিশ্বাস করে।
Uploaded File: Download