Systemadminbd Logo
Home Post List About Contact

Systemadminbd Official

Tawhid, Peace, Justice

বাংলাদেশে নাস্তিকতা ইস্যুতে সরকারের প্রতি আমাদের বার্তাঃ

সম্প্রতি কথিত নাস্তিক (সত্যিকার অর্থে ইসলাম বিদ্বেষী),আসাদ নুরের ফেসবুক পেজ দখল করা ইস্যুতে আমাদের মুসলিম স্প্যামার ভাইদের ধন্যবাদ জানাই। 
এ ইস্যুকে কেন্দ্র করে বর্তমানে কিছু কুলাঙ্গার পুলিশ সদস্যদের এক্টিভিটি SystemAdminBD খুব ভালোভাবে পর্যবেক্ষন করছে। ধর্মপ্রান মানুষের স্বাধীন সুন্দর বাংলাদেশে নাস্তিকতার মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোকে তারা সাপোর্ট করছে এবং রীতিমতো মুসলিম সাইবার যোদ্ধাদের বলপ্রয়োগ করে বা আইনিভাবে ক্ষতি করার হুমকি প্রদান করছে।
এমতাবস্থায়,আমরা SystemAdminBD হতে সুস্পষ্ট ভাবে বলতে চাই, নাস্তিকতা,উগ্রবাদীতা এবং অশ্লীলতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া আমাদের ভাইদের বিন্দু পরিমান ক্ষতি আমরা মেনে নিবো না। মনে রাখবেন,আপনার সিস্টেমের,আপনার নেটওয়ার্কের প্রত্যেকটি লেয়ার-এ আমরা অবস্থান করছি।

🤺 সিস্টেমএডমিনবিডি সরকার,আইন এবং বাংলাদেশের জনগনের প্রতি শ্রদ্ধাশীল। তাই বাংলাদেশের জনগনের ধর্মীয় অনুভুতিতে আঘাত করা যদি প্রশাসনের কেউ সমর্থন করে থাকেন,তবে আপনার জন্য SystemAdminBD হতে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে।


Previous Next
× Popup Image