আমরা যে সনে দাঁড়িয়ে আছি সেটা ২০২৫। চারিদিকে নগ্নতা আর অশ্লীলতার ছড়াছড়ি,হাত বাড়ালেই নীল জগতের হাতছানি , ক্লাস ৬ এর মেয়ে যতটুকু যৌনতা যেটুকু ধারণা রাখে কিছু ক্ষেত্রে দেখা যায় তার থেকে ১০ বছরের সিনিয়র আপু সেটুকু ধারণা রাখেনা। এটা কি কারণে হয়েছে? ইন্টারনেটের সহজলভ্যতা আর স্মার্টনেস দেখানোর প্রবণতার জন্য।
যদি কোথাও দেখা যায় ১৭ বছর মেয়ের বিয়ে হচ্ছে সেখানে এদেশের নারীবাদি আর কথিত সুশীল সমাজের আগ্রাসন, বাবা আর ছেলেকে কারাদণ্ড আর পরেরদিন পত্রিকার কলামে বাঘের হুঙ্কার ছেড়ে নিজেদের পশ্চিমা সভ্যতার ধারক বাহক হিসেবে তুলে ধরার প্রতিযোগিতা। অথচ প্রতিনিয়ত আমাদের সমাজে চলছে বাল্যজিনা, প্রায়শই ঢাকার ডাস্টবিন গুলোর ভিতর পাওয়া যায় কিছু পরিচয়হীন ফুটফুটে কন্যাশিশু, ছেলে শিশু, এগুলো নিয়ে এদেশের আলেম সমাজের কন্ঠ শীতের রাতের ৫০ হাজার টাকার মাহফিল পর্যন্ত।
আমাদের কিছু পয়েন্ট ডিফাইন করতে হবে:
বিয়ে মানুষ কেন করে? শুধু শারীরিক চাহিদার জন্য নাকি একটা স্টাবল সম্পর্কের জন্য,কিছুদিন আগে আমেরিকান এক বিশ্ববিদ্যালয়ের গবেষনায় উঠে এসেছে কিছু ভয়ংকর তথ্য। আমরা প্রতিনিয়ত যে খাবার খাই সেটা ভেজাযুক্ত হওয়ার কারণে মানবদেহের কিছু হরমোনের অতিরিক্ত রিয়াকশনের ফলে অস্বাভাবিকভাবে যৌন চাহিদা, ডিপ্রেশন, একাকীত্ব বেড়ে যেতে পারে। এছাড়া বর্তমান জেনারেশনের অতিরিক্ত ডিভাইস ব্যাবহারের জন্য মুটিয়ে যাওয়া, চোখের সমস্যা সহ হাজার টা রোগবালাই বাসা বাধছে প্রতিনিয়ত।
এবার আমাদের ফিরে যেতে হবে একটু ব্যাকইন্ডে :
এই পৃথিবীর বুকে কারা নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠা করতে চায় এবং কেন চায়? এবং এই বিষয়টির সাথে উপরোক্ত দুটি বিষয়ের কি মিল রয়েছে?
Hint 1.আমরা জানি সারাবিশ্বে যত প্রকার ফুড , কসমেটিক, টেক, বিনোদন ইন্ড্রাস্ট্রি গুলার নিয়ন্ত্রণ কারা করে।
Hint 2. বর্তমান সময়ে অমুসলিমদের সাথে মুসলিমদের যে মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছে এর পিছনে কি কারণ এবং কেন?
উত্তর : বই (তৃতীয় বিশ্বযুদ্ধ ও দাজ্জাল)
এখন এই সম্যার সমাধানে আমাদের কি করনীয়?
চোখ রাখুন আগামী পর্বে:..............